নোটিশঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের সংগঠন প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক প্রতিবছর পিকনিক, ইফতার ও দোয়া মাহফিল, একুশের প্রভাতফেরীতে অংশগ্রহণ, বৈশাখ পালন, এহং ঈদপূর্ণমিলনের নামে আসলে একটা মিলনমেলার আয়োজন করে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সিরাজগঞ্জের লোকজন পরিবারের সদস্যদের নিয়ে অংশ গ্রহণকরেন। বাদ যান না বয়স্ক থেকে শিশুরা। সংগঠনটির প্রতি সদস্যদের আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেই সঙ্গে বাড়ছেসংগঠনের সামর্থ। এখন শুধু শিশুদের দিনব্যাপী হৈ হুল্লোড় আর প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয়প্রবাসী সিরাজগন্জ জেলা সমিতি ইউএসএ ইনক। এখন নানা সামাজিক কাজে হাত দিয়েছে, যেমন সংগঠনের কোন সদ্স্য মারাগেলে, সংগঠনের খরচে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা, সদস্য/সদস্যার ঐ পরিবারকে নগদ $৫,০০০ দেয়া, কবর ক্রয়করা, বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানো, অস্ত্রপ্রচারের জন্য আর্থিক সহযোগীতা এবং এরকম আরো অনেক সেবা মূলককর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে হবে। হয়ত মানুষের পাশে দাঁড়ানোর এই আনন্দটুকুই আমাদের নগদ পাওয়া।
আপনারা জানেন, দেশের অর্থনীতিতে প্রবাস আয়ের অবদান বাড়ছে। জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রবাসআয়।পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি ছড়িয়ে রয়েছেন। তারা গায়ে গতরে, বিদ্যা বুদ্ধিতে খেটে দেশের উন্নয়নেভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিশাল জনগোষ্ঠীকে হিসেবের বাইরে রেখে দেশ ও রাষ্ট্রপরিচালনা করা সঙ্গতিপরায়ন কাজ নয়। এই এক কোটি বাংলাদেশি নাগরিককে ভোটার তালিকাভুক্ত করা এবং তাদের ভোটদেওয়ার সুযোগ তৈরি করার দাবি জানাই। একই সঙ্গে জাতীয় সংসদে এই বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধি রাখার কথাটিবিশেষভাবে বিবেচনায় রাখতে যথাযথ কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাই।