নোটিশঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের সংগঠন প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক প্রতিবছর পিকনিক, ইফতার ও দোয়া মাহফিল, একুশের প্রভাতফেরীতে অংশগ্রহণ, বৈশাখ পালন, এহং ঈদপূর্ণমিলনের নামে আসলে একটা মিলনমেলার আয়োজন করে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সিরাজগঞ্জের লোকজন পরিবারের সদস্যদের নিয়ে অংশ গ্রহণকরেন। বাদ যান না বয়স্ক থেকে শিশুরা। সংগঠনটির প্রতি সদস্যদের আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেই সঙ্গে বাড়ছেসংগঠনের সামর্থ। এখন শুধু শিশুদের দিনব্যাপী হৈ হুল্লোড় আর প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয়প্রবাসী সিরাজগন্জ জেলা সমিতি ইউএসএ ইনক। এখন নান.....
জীবের মধ্যে সবচেয়ে সম্পূর্ণতা মানুষের। কিন্তু সবচেয়ে অসম্পূর্ণ হয়ে সে জন্মগ্রহণ করে। বাঘ ভালুক তার জীবনযাত্রার পনেরো- আনা মূলধন নিয়ে আসে প্রকৃতির মালখানা থেকে। জীবরঙ্গভূমিতে মানুষ এসে দেখা দেয় দুই শূন্য হাতে মুঠো বেঁধে। মানুষ আসবার পূর্বেই জীবসৃষ্টিযজ্ঞে প্রকৃতির ভূরিব্যয়ের পালা শেষ হয়ে এসেছে। বিপুল মাংস, কঠিন বর্ম, প্রকাণ্ড লেজ নিয়ে জলে স্থলে পৃথুল দেহের যে অমিতাচার প্রবল হয়ে উঠেছিল তাতে ধরিত্রীকে দিলে ক্লান্ত করে। প্রমাণ হল আতিশয্যের পরাভব অনিবার্য। পরীক্ষায় এটাও স্থির হয়ে গেল যে, প্রশ্রয়ের পরিমাণ যত বেশি হয় দুর্বলতার বোঝাও তত দুর্বহ হয়ে ওঠে। নূতন পর্বে প্রকৃতি যথাসম্ভব মানুষের বরাদ্দ কম করে দিয়ে নিজে রইল নেপথ্যে। মানুষকে দেখতে হল খুব ছোটো, কিন্তু সেটা একটা কৌশল মাত্র। এবারকার জীবযাত্রার পালায় বিপুলতাকে করা হল বহুলতায় পরিণত। মহাকায় জন্তু ছিল প্রকাণ্ড একলা, মানুষ হল দূরপ্রসারিত অনেক।
স্থপতি
সভাপতি (২০২২-২০২৩)
সাধারন সম্পাদক (২০২২-২০২৩)
প্রচার ও প্রকাশনা সম্পাদক (২০২২-২০২৩)